Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডেতে মুশফিকের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৫ ১২:৩২

ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিক

ফর্মটা তার একেবারেই ভালো যাচ্ছিল না। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর অবসরের গুঞ্জনটা আরও জোরালো হয়েছিল। শেষ পর্যন্ত দীর্ঘ ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেন মুশফিকুর রহিম। ৫ মার্চ রাতে এক ফেসবুক পোস্টে ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মুশফিক। বিদায়ের আগে বাংলাদেশের হয়ে মুশফিক গড়েছেন অনন্য কিছু রেকর্ড।

দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ২৭৪টি ওয়ানডে খেলেছেন মুশফিক। দেশের হয়ে এটাই সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ড। বাংলাদেশের হয়ে আর কোনো ক্রিকেটার আড়াইশর বেশি ওয়ানডে খেলতে পারেননি। ২৪৭ ম্যাচ খেলে মুশফিকের পরেই আছেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২৪ ম্যাচ জয়ের রেকর্ড মুশফিকের। সাকিব জিতেছেন ১১৭ ম্যাচ। মাহমুদউল্লাহ ও তামিম জিতেছেন ১০৯টি ম্যাচ।

বাংলাদেশের হয়ে টানা সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কীর্তি মুশফিকের। ২০১০ সালের ১৫ জুলাই থেকে ২০১৬ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশের হয়ে টানা ৯২ ওয়ানডেতে মাঠে নেমে নতুন মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। এর আগে রেকর্ডটি ছিল তামিমের, তিনি টানা ৮৫ ম্যাচ খেলেছিলেন।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক মুশফিক। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৬০ বলে সেঞ্চুরি করেন মুশফিক। ১৪ চার ও ২ ছক্কায় মুশফিক সেদিন করেছিলেন ১০০ রান।

৭৭৯৫ রান করে তামিমের পর মুশফিকই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। মুশফিকের সেঞ্চুরি আছে ৯টি। এখানেও তিনি ১৪ সেঞ্চুরি করা তামিমের পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

ওয়ানডেতে মুশফিক হাঁকিয়েছেন ১০০ ছক্কা। বাংলাদেশের হয়ে ১০০ ছক্কা মারা তিনজন ক্রিকেটারের একজন তিনি। ১০৭ ছক্কা মেরে সবার উপরে আছেন মাহমুদউল্লাহ, তামিম মেরেছেন ১০৩ ছক্কা।

বিজ্ঞাপন

উইকেটের পেছনে মুশফিক নিয়েছেন ২৪১ ক্যাচ, স্ট্যাম্পিং আছেন ৫৬টি। সব মিলিয়ে ২৯৭ ডিসমিসালে বাংলাদেশের সেরা মুশফিক। তিনি পেছনে ফেলেছেন ১২৬ ডিসমিসাল করা খালেদ মাসুদকে। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের চেয়ে বেশি ডিসমিসাল আছে মাত্র ৪ জন কিপারের।

এক ম্যাচে পাঁচ ক্যাচ নেওয়া একমাত্র বাংলাদেশ কিপার মুশফিক। তিনি এটি করেছেন দুইবার। ম্যাচে পাঁচ ডিসমিসাল একাধিকবার করা একমাত্র কিপারও তিনি।

বাংলাদেশকে ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছে মুশফিক। তার চেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ৪জন বাংলাদেশি ক্রিকেটার।

ওয়ানডেতে বাংলাদেশের সেরা জুটির অংশীদার মুশফিক। সাকিবের সাথে জুটি গড়ে করেছেন ৩৫৪৫ রান। বাংলাদেশের আর কোনো জুটিরই এত রান নেই। অন্তত দুই হাজার রান আছে এমন যে তিন জুটির, তার দুটিতেই আছেন মুশফিক।

সারাবাংলা/এফএম

অবসর বাংলাদেশ মুশফিকুর রহিম রেকর্ড

বিজ্ঞাপন

ইমরানের নতুন ইসলামী গান
৬ মার্চ ২০২৫ ১৬:২৮

আরো

সম্পর্কিত খবর