রাজধানীতে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ২ বস্তি
৬ মার্চ ২০২৫ ১২:৪১ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৫:০৪
ঢাকা: রাজধানীতে আট ঘণ্টার ব্যবধানে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বস্তি পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানিয়েছেন, এদিন সকাল ১১টা ৩ মিনিটে আগুনের লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। এরপর ৫টি ইউনিট পাঠানো হয়। ইউনিটটি ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং আধা ঘণ্টার মধ্যে ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মাত্র আধা ঘণ্টায় বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। আগুন লাগার কারণ জানা যায়নি।

গাবতলী শাহী মসজিদ বস্তিতে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অন্যদিকে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে গাবতলী শাহী মসজিদ বস্তিতে আগুনের ঘটনা ঘটে।
তালহা বিন জসীম বলেন, গাবতলীতে ভোর ৩টা ৮ মিনিটে আগুন লাগার খরব পায় কন্ট্রোল রুম। ভোর ৩টা ১২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে আট ইউনিট যোগ হয়। পরে ফায়ার সার্ভিসের আট ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুনে অন্তত ৫০টির মতো ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।
সারাবাংলা/ইউজে/ইআ