Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীকে স্বগৌরবে ফেরানো হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৪:৪১ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৫:২১

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

রংপুর: ৫ আগস্টের পর অভিযুক্ত ও অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার পাশাপাশি সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে স্বগৌরবে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুরে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্বসহ আইন প্রয়োগ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পুলিশকে কাছে টেনে নেওয়ার জন্য নাগরিক সমাজের প্রতি আমার অনুরোধ জানয়ে আইজিপি বলেন, পুলিশকে কাজ করতে সহায়তা করেন। দেশে বিভিন্ন জায়গায় দেখা গেছে, পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে। এটা আবেগের বিষয়। হয়তোবা তাদের অতীত স্মৃতি মনে করে দেয় যখন পুলিশ অন্যায়ভাবে মানুষের ওপর আক্রমণ করেছে, অন্যায় আচরণ করেছে এবং গণবিরোধী আচরণ করেছে।

জুলাই অভ্যুত্থানের মামলাগুলো সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, যদি নিষ্পত্তি না করা হয় এবং মানুষ যদি ন্যায়বিচার না পায়, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। এ জন্য বিচারক, সরকারি কৌঁসুলি, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ (ওসি) সবার একটি সম্মিলিত প্রয়াসের দরকার।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

কর্মশালায় রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, সরকারি কৌঁসুলি ও থানার অফিসার ইনিচার্জরা (ওসি) উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

পুলিশ সদস্য পুলিশের মহাপরিদর্শক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর