Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসইসি’র ঘটনায় বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে: বিএমবিএ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৫:১৮ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৭:১৮

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অভ্যন্তরে অনাকাংক্ষিত উদ্বুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্ট ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) বলেছে, উদ্ভূত পরিস্থিতির কারণে বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা কারো কাম্য নয়। বাজারের বৃহত্তর স্বার্থে চলমান সঙ্কট দ্রুত ও সুষ্ঠভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিমত ব্যক্ত করেছে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমবিএ বলেছে, প্রায় এক বছর ধরে পুঁজিবাজারে নতুন অর্থের যোগান না থাকায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে এবং বাজারে দীর্ঘদিন মন্দাভাব বিরাজমান রয়েছে। বিএমবিএ মনে করে যে, উদ্ভূত পরিস্থিতির কারণে বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা কারো কাম্য নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে অনেক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোও অস্তিত্ব সঙ্কটে রয়েছে।এই সঙ্কটের দ্রুত সমাধান না করা হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এবং উদ্যোক্তারা পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে নিরুৎসাহিত হবেন। বাজারের বৃহত্তর স্বার্থে চলমান সঙ্কট দ্রুত ও সুষ্ঠভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে বিএমবিএ।

সারাবাংলা/জিএস/আরএস

পুঁজিবাজার বিএমবিএ বিএসইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর