Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৬:২৬

কক্সবাজারে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

কক্সবাজার: জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমে বিন্দু পরিমান গাফেলতি দেখলে আবারও আবু সাইদের মত বুক চিতিয়ে, মীর মুগ্ধের মত পানি নিয়ে ছাত্র-জনতা মাঠে নামবে বলে মন্তব্য করেছেন শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে কক্সবাজার জেলায় আহত ৪৭ যোদ্ধা ও একজন শহিদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে আহত ৪৭ যোদ্ধাকে এক লাখ টাকা এবং শহিদ নুরুল আমিনের পরিবারকে ৫ লাখ টাকার চেক হস্তার করা হয়।

এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহিদদের প্রসঙ্গ তুলে ধরে স্নিগ্ধ বলেন, তাদের এই ত্যাগ কোনভাবে পূরণ করা সম্ভব নয়। দেশের জন্য ত্যাগের সাহস সবার থাকে না। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘কক্সবাজারে আহত ও শহিদ পরিবারগুলো বর্তমানে অত্যন্ত কষ্টে দিনযাপন করছে।’

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন জানিয়েছে, আন্দোলনে কক্সবাজার জেলায় আহত হয়েছেন ৮২ জন ও শহিদ হয়েছে ৪ জন। আহতদের মধ্যে ৬২ জনের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে আহত ৪৭ জনকে সহায়তা দেয়া হলো আজ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে আহতের প্রতি শ্রদ্ধা ও শহিদদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

কক্সবাজার চেক বিতরণ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর