Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় হরিণের মাংসসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৬:৪২ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৬:৪৩

হরিণের মাংসসহ আটক প্রভাশ মন্ডল এবং দেবদাস সানা

খুলনা: খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রামে ৮ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাত আড়াইটার দিকে হুদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডলের বাড়ি থেকে এ মাংস উদ্ধার করা হয়।

আটকরা হলেন- হুদুবুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাশ মন্ডল (৪৮) এবং অসিত কুমার সানার পুত্র দেবদাস সানা (২০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ মার্চ) রাত আড়াইটার দিকে আমাদি পুলিশ ক্যাম্পের এসআই মনির হাওলাদার ও এএসআই মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করে তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) আমাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনির হাওলাদার বলেন, আটকদের বিরুদ্ধে কয়রা থানায় বন আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে এবং উদ্ধার করা হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনজে

আটক খুলনা হরিণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর