পটুয়াখালীতে আগুনে পুড়ল ২ ব্যবসা প্রতিষ্ঠান, ৫ বসতঘর
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৬:৫৫
৬ মার্চ ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৬:৫৫
পটুয়াখালী: পটুয়াখালী শহরের জুবিলী স্কুল সড়কে মনসা মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাত পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে নিকুঞ্জ সোনা ঘর ও শ্যামল আর্ট নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এছাড়া বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন জয়ন্তু রায়, নির্মল কর্মকার, রিপন কর্মকার, ধিমান কর্মকার, বাবুল চন্দ্র শীল ও বিকাশ চন্দ্র দাস।
পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, ‘অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ চলছে।’
সারাবাংলা/এসআর