Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাট রফতানি বাড়াতে প্রয়োজনীয় বিনিয়োগের প্রতিশ্রুতি বাণিজ্য উপদেষ্টার

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৭:২৯ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৯:২৬

জাতীয় পাট দিবস ২০২৫’ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ঢাকা: পাট রফতানি বাড়াতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আহ্বানের পাশাপাশি প্রয়োজনীয় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

‘জাতীয় পাট দিবস ২০২৫’ উপলক্ষে পাট অধিদফতর এর উদ্যোগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) শুরু হওয়া এই মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। আর একইস্থানে ১৫ দিনব্যাপী চলবে তাঁতবস্ত্র মেলা। ১১ মার্চ শুরু হতে যাওয়া ওই মেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পাট রফতানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, যা কাঙ্খিত নয়। পাটের রফতানি বাড়াতে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসেন, সে জন্য যা প্রয়োজনীয় তার সবই করবো। পাঁচ বিলিয়ন না হলেও দুই বিলিয়ন ডলারে যেতে হলে কী করা লাগবে, কোথায় বিনিয়োগ করতে হবে- আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি করবো। পাটের হারানো ঐতিহ্য ফেরাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এখানে কৃষকদের বীজ, সার, পাট পঁচন প্রক্রিয়া সহজীকরণ, গুণগত মান উন্নয়নে সহায়তায় ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করছি। তাছাড়া শিল্প সহায়তার বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম করা হয়, এর নীতি সহায়তায় মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে। বিশেষত, জেপিডিসি’র মাধ্যমে এক হাজারের অধিক উদ্যোক্তা তৈরি হয়েছে, এই উদ্যোক্তাদের সহায়তায় কাজ করছি। এখানে (জেডিপিসি’তে) একটি বিক্রয় কেন্দ্র করেছি, পাট পণ্যের সমাহার যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করা হয়েছে।’

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও বলেন, ‘আমরা দেখেছি, কোভিড পরবর্তীতে পাট শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা বিলিয়ন ডলার অতিক্রম করেছিলাম। কাঁচাপাটের বাজারে যে একটা অনিয়ন্ত্রিত মূল্য সৃষ্টি হল, ২ হাজার টাকার পাট ৭০০০ টাকা হলো। ফলশ্রুতিতে আন্তর্জাতিক ক্রেতারা আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে এবং এই সরে যাওয়ার ফলস্বরূপ শিল্প উদ্যোক্তারা এই সমস্যা গত দুই তিন বছর ধরে ভোগ করে আসছেন। এর একটা পরিত্রাণ দরকার।’

অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্যে পাটের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা কমসহ এ খাতে অন্যান্য সমস্যাগুলোর কথা তুলে ধরেন।

উদ্বোধনের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- পাট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ড পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব এএনএম মঈনুল ইসলাম, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/আরএস

পাট রফতানি বাণিজ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর