কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করব না: বিএসইসি চেয়ারম্যান
৬ মার্চ ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২১:১৩
ঢাকা: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনে কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, সরকারের সাথে আমরা কথা বলেছি, সরকার আমাদের কাজগুলো আরো জোরদারভাবে করে যেতে বলেছেন। সরকারকে আমরা বিএসইসির বর্তমান পরিস্থিতি জানিয়েছি, তারা আমাদের সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। আমরা সরকারকে বলেছি যে, এ পর্যন্ত ৭টি তদন্ত প্রতিবেদন পেয়েছি, এর মধ্যে ৩টির তদন্ত হয়ে গেছে, সেগুলোর এনফোর্সমেন্ট অ্যাকশন চলছে। এনফোর্সমেন্ট শেষ হলে তদন্ত প্রতিবেদন ওয়েবসাইট এ দেয়া হবে৷
একজন নির্বাহী পরিচালককে অবসর দেয়া প্রসঙ্গে তিনি বলেন, নিয়মনীতি মেনেই সবকিছু করা হয়েছে।
কর্মবিরতিতে থাকাদের কাজে ফেরারও আহবান জানান বিএসইসি চেয়ারম্যান।
সারাবাংলা/জিএস/আরএস