ভুট্টাখেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ ভাই আটক
৬ মার্চ ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২১:১৩
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ইনুয়া গ্রামে ভুট্টাখেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার সৎ ভাই লাইসকে (১৪) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিয়াম ইনুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
পরিবারের লোকজন জানায়, অনেক খোঁজাখুঁজি করেও সিয়ামের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে তার সৎ ভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের ভুট্টাখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর
আটক সৎ ভাই ঠাকুরগাঁও পীরগঞ্জ ভুট্টাখেতে শিশুর মরদেহ শিশুর মরদেহ উদ্ধার সারাবাংলা