Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি জুলাই মঞ্চের

ঢাবি করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ২১:৪৪ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২৩:৩৮

শাহবাগে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাইয় গণ-অভ্যুত্থানের হত্যাকারীদের গ্রেফতার, বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করেছে জুলাই মঞ্চ। গত ১৭ দিন ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো তুলে ধরেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই মঞ্চের প্রতিনিধি সাকিব হোসাইন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণহত্যাকারীদের গ্রেফতারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না অভ্যুত্থান পরবর্তী সরকার। সরকারের এমন অনীহার ব্যাপারে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে জুলাই মঞ্চ।’

তিনি বলেন, ‘গণহত্যার স্পষ্ট প্রমাণ থাকার পরেও যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিচারের ধীরগতি আমাদের মনে সংশয়ের জন্ম দিয়েছে। পাশাপশি দেখা যাচ্ছে, চিহ্নিত গণহত্যাকারীদের গ্রেফতারে বিশেষ কোনো উদ্যোগও নেওয়া হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সাত মাস আমরা সময় দিয়েছি। আমরা আশা করেছিলাম, এই ৭ মাসে আমরা আমাদের শহিদের আত্মাকে শান্ত করতে পারব গণহত্যাকারীদের বিচার করার মাধ্যমে। কিন্তু এতদিন পার হবার পরেও সেটা সম্ভব হয়নি। আমরা শহিদদের প্রতি দায়বদ্ধ। গণহত্যার বিচার আগে হতে হবে, তারপর সংস্কার বা নির্বাচন যা ইচ্ছা করুন।’

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশে গণহত্যা হবে আর বিচার হবে না- এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের নাগরিক দায়িত্ববোধ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শাহবাগে অবস্থান করছি। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সুস্থ ধারার রাজনীতি কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারেনি। জুলাই বিপ্লবের পর আমাদের একটি বড় সুযোগ এসেছে লাশের রাজনীতি বন্ধ করে আধুনিক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহাবান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত জুলাই-আগস্ট ২০২৪ যে যুদ্ধের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেটি সংঘটিত হয়েছিল বাংলাদেশ বনাম আওয়ামী লীগের সঙ্গে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নাগরিক অধিকারকে বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে দুঃশাসন চালিয়েছে। জুলাই-আগস্টের যুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার যুদ্ধ। এ যুদ্ধে বাংলাদেশ বিজয়ী হয়েছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিজয়ীদের সমস্বরে সিদ্ধান্ত নিতে হবে যে, বাংলাদেশ বিরোধী এই গণহত্যাকারী চক্রের শাস্তি কীভাবে নিশ্চিত করবে এবং তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা। জুলাই মঞ্চ তার নাগরিক দায়িত্ব থেকে গণহত্যাকারীদের বিচারের দাবিতে অবস্থান নিয়েছে। বাংলাদেশের সকল নাগরিকদের আমরা গণহত্যার বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নিজ অবস্থান থেকে আওয়াজ তোলার আহবান জানাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জুলাই মঞ্চের প্রতিনিধি ও অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মোহাম্মদ শাকিল মিয়া, আরিফুল ইসলাম তালুকদার, অর্ণব হোসেন প্রমুখ।

জুলাই মঞ্চের দাবিগুলো হলো

১. জুলাই গণহত্যার বিচার
২. গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহকে নিষিদ্ধ ঘোষণা
৩. প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যেসকল সদস্য সরাসরি গণহত্যায় জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনা।

সারাবাংলা/এআইএন/পিটিএম

জুলাই গণহত্যাকারী জুলাই মঞ্চ বিচার দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর