রাজধানীর খিলক্ষেতে চলন্ত সিএনজিতে আগুন
স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ২৩:০৮
৬ মার্চ ২০২৫ ২৩:০৮
ঢাকা: রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের সামনে একটি চলন্ত সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের হোটেল লা মেরিডিয়ানের সামনে আজ রাত ৯টার দিকে সিএনজিতে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমাদের দু’টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে অানে।’
সিএনজি ড্রাইভার জানান, হঠাৎ করে তিনি বুঝতে পারেন গাড়িটিতে আগুন লেগেছে। এ সময় তিনি গাড়িতে থাকা যাত্রীকে দ্রুত নামতে বলেন এবং তিনিও নেমে যান।
সারাবাংলা/এমএইচ/পিটিএম