Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির ছাত্রী হলে আসন বণ্টনে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ


৭ মার্চ ২০২৫ ০৩:০৮

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে আসন বণ্টনে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা দ্রুত বিষয়টি সমাধানের দাবি তুলেছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে পশ্চিমপাড়া আবাসিক হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাস ভবনের সামনে এসে অবস্থান শুরু করেন তারা। পরে রাত ১১টার দিকে উপাচার্যের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবাসিকতার নীতিমালায় সংকট, তাপসী রাবেয়া হলের সংকটে প্রাধ্যক্ষকে না পাওয়া, হলগুলোতে পানির সমস্যা স্থায়ী সমাধান না হওয়া, ক্যান্টিনে নোটিশ ছাড়া সেহেরির মিল বন্ধ হওয়া, ইন্টারনেটের ধীরগতি সমাধানের দাবি জানিয়ে আসছিল তারা।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে হলের সংকটগুলো নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। রাত ৯টার দিকে তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষের আশ্বাসে হলের সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরে রাত সাড়ে ৯টার দিকে তারা আবাসিকতার সংকট নিয়ে আন্দোলন চালিয়ে যায়। পরে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে রহমাতুনিসা, রোকেয়া ও খালেদা জিয়া হলের গণরুমের শিক্ষার্থীরা যোগ দেয়।

এ সময় তাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত হয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। কিন্তু আলোচনা হলেও সমাধানে পৌঁছানো যায়নি। পরে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে রাত ১১টার দিকে উপাচার্যের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেয় তারা।

বিজ্ঞাপন

জানা গেছে, আগের নিয়ম অনুযায়ী হলের গণরুমে শিক্ষার্থীদের সর্বোচ্চ সিনিয়রদের একাডেমিক ফলাফলের ভিত্তিতে হলের কক্ষ দেওয়া হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সকল সেশনের শিক্ষার্থীদের ফলাফল তুলনা করা হয়। এতে অনেক সিনিয়র সিট না পেলেও জুনিয়ররা কক্ষ পেয়ে যাচ্ছে। এটা এক প্রকারের বৈষম্য।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘হলের সিট বণ্টনের নীতিমালা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেই করা হয়েছিল। এখন শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সেশনভিত্তিতে সিট বণ্টন করার নিয়ম গৃহীত হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর