পল্টনে নিষিদ্ধ হিজবুত তাহরীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৪
৭ মার্চ ২০২৫ ১৪:২২ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ১৬:২৩
ঢাকা: রাজধানীর পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৪ জনকে আটক করেছে পুলিশ ও সিটিটিসি। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষে হিযবুত তাহরীরের লোকজন মিছিল নিয়ে বের হলে দুপুর ২টার পর পল্টন মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, পল্টনের বিভিন্ন মসজিদে নামাজ পড়ে হিযবুত তাহরীরের নেতা কর্মীরা জড়ো হয়ে নয়াপল্টন মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম মসজিদের দিকে আসতে চাইলে একশনে যায় পুলিশ। এ সময় থেমে থেমে অন্তত ২০ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় ও হিযবুত তাহরীরের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় হিযবুত তাহরীরের লোকজন ছত্র ভঙ্গ হয়ে যায়। সংঘর্ষে হিযবুত তাহরীরের কর্মীদের নিক্ষেপ করা ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় ৪ জনকে আটক করেছে পুলিশ ও সিটিটিসি।
এদিকে, সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের। সংঘর্ষে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘হিযবুত তাহরীর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চাইলে আমরা সতর্ক অবস্থান নেই। আমরা তাদের ছত্র ভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে হিযবুত তাহরীর। তাদের কর্মসূচি ঘিরে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির যেকোনো কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে তা দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমএইচ/এমপি