Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালই রোহিতের শেষ?

স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২৫ ১৫:০৩

ফাইনালের পর অবসর নিচ্ছেন রোহিত?

বাজে ফর্মের কারণে এই টুর্নামেন্টে তার থাকা নিয়েই ছিল বড় শঙ্কা। অনেক নাটকের পর রোহিত শর্মাকে অধিনায়ক করেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে নেমেছে ভারত। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে পৌঁছে গেছে রোহিতের দল। দুবাইয়ের ফাইনালের আগে গুঞ্জন উঠেছে, এই ম্যাচ শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন রোহিত!

গত দেড় বছরে তিন ফরম্যাটে ব্যাট হাতে রোহিতের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিশেষ করে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া প্রশ্নের মুখে ফেলেছিল রোহিতের অধিনায়কত্ব ও ক্যারিয়ার। চ্যাম্পিয়নস ট্রফির আগে গুঞ্জন ছিল, এই টুর্নামেন্টে তাকে দলে রাখা হবে না। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিতই। তার অধীনেই দল পৌঁছে গেছে এবারের আসরের ফাইনালে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফির পর ৫০ ওভারের ফরম্যাটের বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। ৩৭ বছর বয়সী রোহিত কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন? ফাইনালের আগে এমন প্রশ্ন বেশ জোরেশোরেই উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এই ম্যাচের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করবে রোহিতের ওয়ানডে ক্যারিয়ার। শোনা যাচ্ছে, শিরোপা জিতলে সেদিনই ওয়ানডেকে বিদায় বলতে পারেন রোহিত। ফাইনালে হেরে গেলেও সম্ভাবনা রয়েছে রোহিতের অবসরের ঘোষণার।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, রোহিত চাইলে ২০২৭ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন, ‘রোহিত বিশ্বাস করে দলকে তার দেওয়ার এখনো অনেক কিছু আছে। অবসর নেওয়ার সিদ্ধান্তটা একান্তই তার ব্যক্তিগত। সে জানে আগামী বিশ্বকাপের আগে দলে স্থায়ী একজন অধিনায়ক প্রয়োজন। আমরা তার সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। সে যদি খেলতে চায় তাহলে আমরা তাকে স্বাগতম জানাবো। সে আমাদের টি-২০ বিশ্বকাপ এনে দিয়েছে, এটা ভুলে যাওয়ার মতো নয়। যদি সে অবসরের সিদ্ধান্ত নেয়, তাহলে বোর্ড ভবিষ্যতের জন্য সেভাবেই পরিকল্পনা সাজাবে।’

বিজ্ঞাপন

আগামী ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি নিউজিল্যান্ড ফাইনাল ভারত রোহিত শর্মা

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর