২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
৭ মার্চ ২০২৫ ১৬:০৩
পটুয়াখালী: ২২ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৭মার্চ ) সকালে বাউফল উপজেলার রহমতনগর সূর্য্যমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফিরোজ হাওলাদার- কবিরকাঠি গ্রামের মজিদ হাওলাদারের ছেলে।
জানা গেছে, অভিযুক্ত ফিরোজ হাওলাদার ২০০৩ সালের জমি সংক্রান্ত বিরোধের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় আহতের স্ত্রী জোহরা বেগম মামলা করেন। ঘটনার পর থেকে ফিরোজ পলাতক। মামলার রায়ে ২০০৭ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।
র্যাব-৮ সিপিসি-১ কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
সারবাংলা/এসআর
আসামি গ্রেফতার পটুয়াখালী বাউফল উপজেলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সারাবাংলা