Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ১৮:০১ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ২০:১০

নরসিংদী: নরসিংদীতে বসতঘরে অগ্নিকাণ্ডে সুরাইয়া আক্তার (৬) নামে এক ঘুমন্ত শিশু পুড়ে মারা গেছে। শুক্রবার (৭ মার্চ) সকালে করিমপুর ইউনিয়নের রসুলপুরে এ ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া করিমপুরের রসুলপুর এলাকার জেলে মনির হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশুটির বাবা মাছ ধরতে গেছেন, মা- সুরাইয়াকে ঘুমে রেখে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে যান। এসময় বসতঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু হয়।

করিমপুর পুলিশ ফাাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান জানান, সকালে মেয়েটি ঘরে অবস্থান করছিলো। বাবা-মা কেউ ঘরে না থাকায় অগ্নিকাণ্ডে বসতঘরে পুড়ে শিশুটির মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

সারাবাংলা/এসআর

অগ্নিকাণ্ড ঘুমন্ত শিশুর মৃত্যু নরসিংদী বসতঘরে অগ্নিকাণ্ড সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর