Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবির প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন রোববার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ২২:১২ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১২:২৮

মীর মাহফুজুর রহমান মুগ্ধ

খুলনা: জুলাই-২০২৪ অভ্যুত্থানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ নামকরণ করা হয়েছে।

আগামী রোববার (৯ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ তোরণ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

সারাবাংলা/এসআর

খুলনা খুলনা বিশ্ববিদ্যালয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ মীর মুগ্ধ শহিদ মীর মুগ্ধ তোরণ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর