গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
৭ মার্চ ২০২৫ ২২:৪৫ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ২৩:৪৮
ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া ঢালকানগর এলাকায় ছুরিকাঘাতে সিয়াম শেখ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে ঢালকানগর শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
নিহত সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণ দুই গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে। বর্তমানে স্ত্রী ও পরিবার নিয়ে শ্যামপুর সাধনা নিকেতন গলি ভাড়া থাকেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল সিয়াম। এক বছর আগে বিয়ে করেন সিয়াম।
হাসপাতালে সিয়ামের ভাগিনা মো. সালমান বলেন, মামা আগে ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করত। দুই তিন মাস ধরে বেকার অবস্থায় ছিল। গত ২-৩ দিন আগে একই এলাকার দুই ভাই তাসিন ও সোয়াদের সঙ্গে ঝগড়া হয়। এর জের ধরেই আজকে রাতে দুই ভাই মিলে মামাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। জানতে পেরে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাদের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়েছিল তা জানা নেই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা /এসএসআর/এইচআই