Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের টাকার উৎস কী— জানতে চান শিবির নেতা

জবি করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ২৩:১৭

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রিয়াজুল ইসলাম

জবি: ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রিয়াজুল ইসলাম।

শুক্রবার (৭ মার্চ) নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। শিবিরের এই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্রদলের টাকার উৎস কী?’

এর কিছুক্ষণ পর তিনি আরেকটি পোস্ট দিয়ে ছাত্রশিবিরের আয়ের উৎস তুলে ধরেন। তিনি লিখেছেন, অর্থ-ব্যবস্থা/বায়তুলমাল ধারা-৩৬: সংগঠনের প্রত্যেক স্তরে বায়তুলমাল থাকবে। কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠন-প্রকাশনীর মুনাফা এবং শরিয়ত অনুমোদিত অন্য খাতগুলো থেকে প্রাপ্ত অর্থই হবে বায়তুলমালের আয়ের উৎস।

আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্রকল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেন। আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দিয়ে দেন। আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করা টাকা কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই আমাদের দিয়ে দেয়। আমাদের সব সাবেক ভাইয়েরা আমাদের টাকা দেন, বিপদের দিনে আমাদের আশ্রয় দেন।

তিনি আরও লিখেছেন, আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই, কোনো ব্যক্তিগত ব্যয় নেই। আমাদের যা আয় যা ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত। যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করব বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন- আপনার দলের টাকা কোথা থেকে আসে?

প্রসঙ্গত, শুক্রবার (৭ মার্চ) বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘ছাত্রশিবিরের সেক্রেটারি গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারিতে তিন লাখ টাকা খরচ করছেন। যদি প্রতিদিন তিন লাখ টাকা করে ব্যয় করেন, তাহলে এই রমজান মাসে তাদের মোট ৯০ লাখ টাকা ব্যয় হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের (সাংবাদিক) মাধ্যমে তাদের (ছাত্রশিবির) কাছে জানতে চাই, এই ৯০ লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কী অর্জন বা আয় করেছেন। তাদের অর্থায়নের উৎস কী সেটাও আমরা তাদের কাছে জানতে চাই।’

সারাবাংলা/এইচআই

ছাত্রদল ছাত্রশিবির টাকার উৎস কী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর