Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় শিশুর প্রতি নৃশংসতার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ

তিতুমীর কলেজ প্রতিনিধি
৮ মার্চ ২০২৫ ০৪:৫৩

মাগুরায় আট বছর বয়সী এক শিশুর ওপর নৃশংস নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ মার্চ) কলেজের শিক্ষার্থীরা চত্বর থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। শিক্ষার্থীরা ব্যানার হাতে নিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ওয়ারলেস হয়ে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা এ্যাকশন টু এ্যাকশন ডিরেক্ট এ্যাকশন” “ফাঁসি ফাঁসি -ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক আলাউদ্দীন মিনহাজ বলেন, একটি ছোট্ট শিশুর ওপর এমন নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হোক, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর