Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৪:১৬ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৫:৩০

পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় মেইন পিলার ৭৪৪ এর ৭ নম্বর সাব পিলারে এই ঘটনাটি ঘটে।

নিহত আল আমিন একই উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৭ মার্চ) রাতে আল আমিনসহ কয়েকজন যুবক ভারতীয় সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের দেখতে পায়। এ সময় চোরাকারবারীরা তাদের উপর আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফও তাদের উপর গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আল আমিন নিহত হয়। পরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়।

নীলফামারি ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা জানান, মরদেহ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

পঞ্চগড় বিএসএফের গুলিতে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর