Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলা-জরিমানার প্রতিবাদ: এলোমেলোভাবে গাড়ি রেখে শ্রমিকদের সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৫:১৯ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৫:৫৭

চট্টগ্রাম নগরীতে এলোমেলোভাবে গাড়ি রেখে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানের প্রতিবাদে এলোমেলোভাবে গাড়ি রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন গণপরিবহনের শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে নগরীর মুরাদপুর মোড় থেকে বহদ্দারহাটের প্রবেশমুখ পর্যন্ত এলাকায় দফায় দফায় অবরোধের কারণে প্রায় চার ঘণ্টা ধরে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। এসময় কখনও সড়কের একপাশ, আবার পরে সড়কের উভয়পাশ জুড়ে অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে সিএনজিচালিত টেম্পু ও অটোরিকশা (মাহিন্দ্রা) এবং সিটিবাসের শ্রমিকরা ছিলেন।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (উত্তর) জয়নুল আবেদীন সারাবাংলাকে জানান, রমজানের শুরু থেকে সিএমপি কমিশনারে নির্দেশে নগরীতে রুট পারমিটবিহীন গণপরিবহন ও যততত্র পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে। শনিবার সকালে মুরাদপুর মোড়ে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকটি অটোরিকশা, টেম্পু ও সিটিবাসকে জরিমানা করা হয়।

এর প্রতিবাদে গণপরিবহনের শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সড়কে বিশৃঙ্খলা তৈরি করেন জানিয়ে তিনি বলেন, ‘আইন অনুযায়ী গাড়িগুলোকে নির্দিষ্ট পরিমাণে জরিমানা করা হয়। কিন্তু শ্রমিকরা জরিমানা দিতে অস্বীকৃতি জানায়। আবার তাদের দাবি, পুরো রমজান মাস জুড়ে ট্রাফিক বিভাগ কোনো অভিযান চালাতে পারবে না। তারা ট্রাফিক সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপর রাস্তায় গাড়ি রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।’

বিজ্ঞাপন

জানা গেছে, সকাল ১০টার দিকে প্রথমে মুরাদপুর মোড়ে সড়কের উভয়পাশে এলোমেলোভাবে গাড়ি রেখে অবরোধ করা হয়। ঘণ্টাখানেক পর পাঁচলাইশ থানা পুলিশ গিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দেয়। এরপর তারা লালখানবাজার-মুরাদপুর ফ্লাইওভারের প্রবেশমুখে বহদ্দারহাটের আগের মোড়ে গিয়ে সড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ গিয়ে তাদের দাবিদাওয়ার বিষয়ে সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে দুপুর ২টার দিকে তারা সরে যান।

অবরোধ চলাকালে মুরাদপুর মোড়সহ আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় বিভিন্ন যানবাহনে আটকে পড়া লোকজন।

নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘ট্রাফিক আইনে মামলা, জরিমানা করা, এগুলো তো বেআইনি কিছু নয়। তারপরও বাস-টেম্পুর ড্রাইভার-হেল্পাররা সড়ক অবরোধ করেন। আমরা তাদের বলেছি, তাদের কোনো দাবিদাওয়া থাকলে সেগুলো তাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য। আমরা তাদের বুঝিয়ে শান্ত করে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।’

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম মামলা-জরিমানা শ্রমিকদের সড়ক অবরোধ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর