Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৫:১৫ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৭:৩৬

আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির মহিলা দল আয়োজিত র‍্যালি

ঢাকা: ‘নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়’- এমনটিই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মহিলা দল আয়োজিত র‌্যালিতে প্রধান তিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ র‌্যালি আয়োজন করে মহিলা দল।

রুহুল কবির রিজভী বলেন, ‘নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, এগিয়ে যাওয়া। তার চিন্তার স্বাধীনতা, লেখাপড়ার অধিকার— এটাই নারী স্বাধীনতা। এটাকে যেন কেউ আটকাতে না পারে।’

তিনি বলেন, ‘একটি জংলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ংকর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল দেশে। এক রক্তক্ষয়ী মহাবিপ্লবের মধ্য দিয়ে জুলাই-আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে?’

তিনি বলেন, ‘এখন একটি অস্থিরতা শুরু হয়েছে, মব কালচার। এটা তৈরি হল কেন? অন্তর্র্বতী সরকার তো সব গণতন্ত্রকামী সমর্থিত সরকার। মব কালচারে কত যে নির্যাতন, নিপীড়ন হচ্ছে তার কোনো ইয়ত্তা নাই। কত নারী এবং শিশু নিপীড়িত হচ্ছে তার পরিসংখ্যান আসছে। মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে, জানুয়ারি মাসেই কন্যা নির্যাতিত হয়েছেন ৮৫ জন, নারী নির্যাতিত হয়েছেন ১২০ জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬৭ জন, হত্যাকাণ্ডে শিকার হয়েছেন ১৪ জন। এটা ভয়ংকর পরিস্থিতি।’’

রিজভী বলেন, ‘নিজে কীভাবে চলতে হবে, সন্তানকে কেমন করে মানুষ করতে হবে, এই প্রতিষ্ঠানটা হচ্ছেন মা, আর মা তো একজন নারী। শিক্ষকদের সম্মান, বড়দের সম্মান দিতে হবে, এটা প্রথমে শেখায় কে? মা। তাই নারীকে কীভাবে চলতে হবে, সেটা পুরুষরা যদি প্রতিদিন বলে দেই তাহলে যে আমাদের মা, বোন, স্ত্রীর যে স্বাধীনতা, চিন্তাচেতনা, সেখানে আমি হস্তক্ষেপ করছি। তারা কীভাবে চলবে, সে স্বাধীনতা দিতে হবে। তাতে বাধা দেওয়ার অধিকার কারও নাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কোনো উগ্রগোষ্ঠী যাতে নারীদের শেকলবদ্ধ করতে না পারে সে প্রচেষ্টাও আমাদের থাকবে। কারণ বিএনপি ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে। সংবিধানে আল্লাহর নাম স্থাপন করেছে, নারী শিক্ষার প্রসার ঘটিয়েছে, সেই দল রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের উন্নয়নে এবং অগ্রগতিতে সবচেয়ে বেশি অবদান রাখবে।’

র‌্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ কয়েক শ’ নারী।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

আন্তর্জাতি নারী দিবস বিএনপি মহিলা দল র‌্যালি