Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৬:১০

অভিযুক্ত বৃদ্ধ এনছান মৃধা ওরফে গেদু (৬৫)

পটুয়াখালী: কলাপাড়ায় মাদরাসায় পড়ুয়া এক শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে এনছান মৃধা ওরফে গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ওই শিশু বড়ই খেতে এনছান মৃধার বাড়িতে যায়। এ সময় এনছান তাকে বেশি বড়ই দেওয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে একাধিকার হাত দিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

এ সময় ওই কন্যা শিশু জোড়াজুড়ি করে কোনো রকমে তার কাছ থেকে ছুটে দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে। কিন্তু বিষয়টি তার মা তেমন গুরুত্ব দেয়নি। গতকাল রাতে ওই শিশুর মা শরীরে এলার্জির মলম লাগাতে গিয়ে বাম পাশের স্তন ফোলা অবস্থায় দেখে তাকে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সকালে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরন করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

পটুয়াখালী বৃদ্ধ গ্রেফতার শিশুকে ধর্ষণ চেষ্টা