Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৮ ঘণ্টার ব্যবধানে জোড়া খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৯:২২

চৌগাছা থানা।

যশোর: যশোরে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে জেলার চৌগাছায় পারিবারিক কলহের জেরে সেহরির সময় ঘুমন্ত অবস্থায় শরিফুল ইসলাম নামে এক বাবাকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে মোহাম্মদ রমিম (২২)।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ওসমানপুরের মাঠে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

চৌগাছায় নিহত শরিফুল ইসলামের ভাই মোস্তফা জানান, শরিফুল চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে ছেলে রমিমের সঙ্গে গোলযোগ চলছিল তার। ১৫ দিন আগে তারা পৃথক হয়ে যান। ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন। শনিবার ভোরে সেহেরির সময় রমিম বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ সময় শরিফুলের আর্তচিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর প্রতিবেশিরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘাতক পলাতক আছে। তাকে আটক করতে অভিযান অব্যাহত আছে।

অপরদিকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ওসমানপুরের মাঠে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের কৃষক একলাছের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একলাছসহ আরও দুই থেকে তিনজন কোদাল দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে শহিদুলকে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকান্ডের বিষয়ে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, দুটি ঘটনাস্থালেই পুলিশের একাধিক টিম রয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/ইআ

জোড়া খুন যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর