Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাসা দখল করে ‘পাগলের আশ্রম’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২০:১১ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২২:০৬

সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসা

টাঙ্গাইল: টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসা দখল করে ‘পাগলের আশ্রম’ (মানসিক ভারসাম্যহীদের আশ্রম) করলেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। মিষ্টির দাবি সাবেক এমপি’র পক্ষে এক ব্যক্তি আশ্রম করার প্রস্তাব দিয়েছেন।

শনিবার (৮ মার্চ) সকালে বাসার তালা ভেঙে মানসিক ভারসাম্যহীন ২০জন অসুস্থ নারী-পুরুষকে নিয়ে বাসায় প্রবেশ করেন। সেখানে ‘পাগলদের আশ্রম’ করার করার সিদ্ধান্ত নেন তিনি।

বিজ্ঞাপন

মারইয়াম মুকাদ্দাস মিষ্টি বলেন, ‘ফেসবুকে পূর্বঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে ‘পাগলদের আশ্রম’ গড়ে তোলা হবে। তাই সকালে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করা হয়। এখানে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগলদের রাখা হয়েছে।’

সাবেক এমপির বাড়িতে মানসিক ভারসাম্যহী কয়েকজন।

তিনি আরও বলেন, ‘জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে বাসা না ভেঙে আশ্রম করার প্রস্তাব দেন। এখানে সেই আশ্রমই করা হয়েছে।’

তবে কে বলেছেন তার নাম বলেতে পারিননি মিষ্টি।

এদিকে,আবাসিক এলাকায় পাগলের আশ্রম করায় অস্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ জানান, মারইয়াম মুকাদ্দাস মিষ্টি’র এমন দায়ভার সংগঠন বহন করবে না। বর্তমানে তিনি আমাদের কমিটির কোন সদস্য নন।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন টাঙ্গাইল জেলার আহ্বায়ক আল আমিন বলেন, ‘মিষ্টি আপুর বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আমি অবগত নই। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আমার সহযোদ্ধারাও অবগত নয়। তার কর্মকাণ্ডের প্রতি আমার কোনো সমর্থন নেই।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে জোয়াহেরুল ইসলাম জোয়াহের পলাতক রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি ছাত্র-জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করে লুটপাট ও ভাঙচুর করা হয়।

সারাবাংলা/এসআর

টাঙ্গাইল পাগলের আশ্রম সমন্বয়ক সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম সাবেক এমপির বাসা দখল সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর