Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

ঢাবি করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২০:০১

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছে ঢাবির বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রোকেয়া হল থেকে মিছিল বের করেন তারা। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে ফের রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘সারাবাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘রোকেয়া হলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে ঢাবির এক শিক্ষার্থী বলেন, ‘আপনারা জানেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের হেনস্তার ঘটনা ঘটছে। যা এদেশের নাগরিক প্রতিটি মেয়ের জন্য উদ্বেগজনক। তাই যারা নারীদের অসম্মান করে, ধর্ষণ করে তাদের বেঁচে থাকার অধিকার নেই।’

সারাবাংলা/এআইএন/পিটিএম

ঢা‌বি মশাল মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর