ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধরের ঘটনায় গ্রেফতার ১
৮ মার্চ ২০২৫ ২৩:২৯ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২৩:৩৩
পাবনা: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ চার নেতাকে মারধর করায় ঘটনায় বিএনপির পাঁচ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) বিকেলে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৭ মার্চ) রাতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্যিকবিষয়ক সেক্রেটারি মো. ওয়ালিউল্লাহ বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযুক্ত আসামিরা হলেন- সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মো. মজিবর রহমান খাঁ, কালিমন্দির পাড়ার মৃত করিম খাঁর ছেলে মো. মানিক হোসেন খাঁ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাবু খাঁ, মৃত হোসেন শেখের ছেলে আরিফ শেখ ও মৃত রহমান শেখের ছেলে মো. আব্দুল বাসেদ বাঁশি শেখ। এদের মধ্যে আরিফ শেখকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত (০৪ মার্চ) সোমবার ইউএনওর অফিসে মারপিটের ঘটনায় ৪ জামায়াতের নেতা আহত হয়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ‘ইউএনওর রুমে জামায়াত নেতাদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। আরিফ খা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।
সারাবাংলা/এইচআই