Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
রোহিতের অবসর নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন গিল

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৫ ০৯:৩৩

রোহিত ও গিল

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অবসরের গুঞ্জন নিয়েই চলছে বিস্তর আলোচনা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাইয়ের ফাইনালই হয়তো রোহিতের শেষ, ধারণা করা হচ্ছে এমনটাই। তবে এসবের মাঝেই রোহিতের অবসর নিয়ে গোপন এক তথ্য ফাঁস করলেন দলের সহ-অধিনায়ক শুভমান গিল। ফাইনালের আগে গিল বলছেন, এই মুহূর্তে ওয়ানডে থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই রোহিতের।

চ্যাম্পিয়নস ট্রফির আগেই গুঞ্জন উঠেছিল, ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় বলছেন রোহিত। এই টুর্নামেন্টে তার খেলা নিয়েও ছিল শঙ্কা। শেষ পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন তিনিই, ভারতও দুর্দান্ত খেলে উঠে গেছে ফাইনালে। ফাইনালের আগে ভারতীয় সংবাদমাধ্যমে ফলাও করেই খবর এসেছে, দুবাইয়ের ফাইনালই হতে যাচ্ছে রোহিতের শেষ ওয়ানডে। বিশেষ করে শিরোপা জিতলে সেদিনই এই ফরম্যাটকে বিদায় জানাতে পারেন রোহিত, সূত্র বলছে এমনটাই।

বিজ্ঞাপন

গিল অবশ্য রোহিতের এমন অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, ‘এই মুহূর্তে আমরা ফাইনাল জেতা ছাড়া আর কিছু নিয়েই আলোচনা করছি না। রোহিত তার অবসরের ব্যাপারে দলের সঙ্গে কোনো আলোচনাই করেননি। আমার মনে হয় না সে এখনই ওয়ানডকে বিদায় বলবে।’

২০২৩ বিশ্বকাপের পর আইসিসি ইভেন্টে নিজের দ্বিতীয় ফাইনালে মাঠে নামবেন গিল। ফাইনালের বাড়তি চাপকে পাশে রেখে ভালো পারফর্ম করাই লক্ষ্য গিলের, ‘এটা আমার দ্বিতীয় ফাইনাল। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। গতবার শিরোপা জিততে পারিনি, এবার সেটা করতে চাই। বড় ম্যাচে চাপ তো থাকবেই। এমন ম্যাচে যে দল চাপ নিতে পারবে সেই জিতবে।’

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল রোহিত শর্মা শুভমান গিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর