Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবের অভিযানে ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ০৯:৩৭

গ্রেফতার ইয়াকুব মৃধা।

পটুয়াখালীর: গলাচিপার চুরি ও একাধিক ডাকাতি মামলার আসামি ইয়াকুব মৃধা (৪৪) র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।

শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে আমতলী বাজার সংলগ্ন পটুয়াখালী কুয়াকাটা মহা সড়ক থেকে র‍্যাব -৮ সিপিসি-১ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ইয়াকুব মৃধা গলাচিপার শৈলাবুনিয়া গ্রামের আব্দুস সত্তার মৃধার পুত্র।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি ঢাকা-যশোর-ধামরাই ও বগুড়ায় সক্রিয়ভাবে চুরির গ্যাং পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে ১০টির বেশি চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, সম্প্রতি বেশ কিছু চুরির ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে বগুড়া শেরপুর থানা দিন সেরুয়া বটতলা পিরপাল মাজার মার্কেটে কিষান অটো নামের একটি দোকানে সঙ্ঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। ৭-৮ জন মুখোশধারী চোর তালা কেটে দোকানে ঢুকে ইজিবাইক অটোরিকশার আইপিএস ও সিএনজির মোট ৪১টি ব্যাটারি চুরি করে যার অনুমানিক মূল্য ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।

ভুক্তভোগী মোহাম্মদ মনজুরুল হাসান বাদী হয়ে শেরপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে ইয়াকুব মৃধার সম্পৃক্ততা নিশ্চিত হলে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১ কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা বলেন, গ্রেফতার ইয়াকুব মৃধাকে আইনগত প্রক্রিয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি

গ্রেফতার ডাকাত পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর