লা লিগা
ডাক্তারের মৃত্যুতে বার্সেলোনার ম্যাচ স্থগিত
৯ মার্চ ২০২৫ ১০:০২
লা লিগায় নিজেদের ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামার কথা ছিল তাদের। তবে ম্যাচের ঠিক আগে বার্সেলোনা পেয়েছে বড় এক দুঃসংবাদ। দলের দীর্ঘদিনের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে বার্সা-ওসাসুনা ম্যাচটি।
৮ মার্চ নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল বার্সা। ম্যাচ শুরু হওয়ার কিছু সময় আগেই দল জানতে পারে, চিকিৎসক মিনারো আর নেই। ৫৩ বছর বয়সী মিনারোর মরদেহ পাওয়া যায় হোটেল কক্ষে। এই হোটেলে ছিলেন বার্সার ফুটবলাররাও। ঠিক কী কারণে মিনারোর মৃত্যু হয়েছে, সেটা এখনো ক্লাবের পক্ষ থেকে খোলাসা করা হয়নি। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকেই মারা গেছেন তিনি।
প্রিয় চিকিৎসকের এমন আকস্মিক মৃত্যুতে হতবাক দল শেষ পর্যন্ত আর মাঠে নামতে পারেনি। মিনারোর মৃত্যুর খবর প্রকাশের পরপরই স্থগিত করা হয় ওসাসুনার বিপক্ষে ম্যাচটি।
এক বিবৃতিতে বার্সা জানায়, মিনারোর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্লাবে, ‘আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, মিনারো আমাদের মাঝে আর নেই। আমরা তার পরিবারের পাশেই আছি। এতে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচের নতুন সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
২০১৭ সালে বার্সাতে যোগ দিয়েছেন মিনারো। দীর্ঘদিন ক্লাবের বয়সভিত্তিক দলের সাথে কাজ করার পর গত বছর থেকে কাজ শুরু করেছিলেন সিনিয়র দলের সঙ্গে।
সারাবাংলা/এফএম