Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

ঢাবি করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৩:১১ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৪:৪০

ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করেন বাম মতাদর্শের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাবি: নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম মতাদর্শের শিক্ষকদের সংগঠন শিক্ষক নেটওয়ার্ক। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছেন।

রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন তারা।

সমাবেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যাদের ধর্ষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা তারাই ধর্ষণ বাড়িয়ে দিচ্ছে। কেননা, তারা যথাযথভাবে কাজ করলে এ দেশে ধর্ষণ আজ এতো বৃদ্ধি পেত না।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নারীদের ওপর ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, দর্শন বিভাগ, সংস্কৃত বিভাগ, সংগীত বিভাগ, যোগাযোগ বৈকল্য বিভাগ, টেলিভিশন ও ফিল্মসহ অন্তত নয়টি বিভাগ ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। তাদের দাবি ধর্ষণের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা।

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

সরজমিনে দেখা যায়, ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মৌন মিছিলের আয়োজন করেছে শিক্ষার্থী।

শুরুতে সকাল ১১টার দিকে লোক প্রশাসন বিভাগ থেকে প্রথম মৌন মিছিল শুরু হয়। পরে, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় পাঠাগারের সামনে সমবেত হতে দেখা যায়।

বিজ্ঞাপন

এছাড়া, ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশেও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

সারাবাংলা/এআইএন/এমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ সমাবেশ বাম মতাদর্শের শিক্ষক-শিক্ষার্থী