Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৪:১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়

খুলনা: খুলনায় ভৈরব নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) বেলা ১১টায় সড়ক ও জনপদ অধিদফতর খুলনার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ভৈরব নদীর জেলখানাঘাট ও রূপসার সেনেরবাজার ঘাট এলাকায় ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। ব্রিজের অভাবে সর্বস্তরের মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। এটি নির্মিত হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কদরুল হাসান। বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সংগঠক তামিম হাসান লিয়নের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন খুলনা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শহিদুল আলম জিহাদ, যুগ্ম আহ্বায়ক শামীম হাওলাদার, জেলার সংগঠক এম এ কাদের প্রমুখ। এতে উপস্থিত ছিলেন রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার ছাত্র প্রতিনিধিরা।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্রিজ নির্মাণের দাবি মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর