Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাবি করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৪:২৯ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৮:৩৮

ধর্ষকের শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে। ছবি: সারাবাংলা

রাবি: সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা।

এর আগে, সকাল সাড়ে ১১টা থেকে বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও বিচার বিভাগে পৃথক ট্রাইবুনাল গঠনের দাবি জানিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না এতোদিন যত ধর্ষণের ঘটনা ঘটেছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।’

আরেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আজকে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে। আমরা আজকের কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অবিলম্বে ধর্ষকদের বিচার নিশ্চিত করার জন্য পৃথক ট্রাইবুনাল গঠন করতে হবে। আজকে শিক্ষার্থীদের জনসমুদ্র আরেকটি জুলাইয়ের ইঙ্গিত করে। দাবি আদায় শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাচ্ছি না।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন, ‘দেশে এসব কি শুরু হয়েছে? এতো এতো ধর্ষণের ঘটনা ঘটছে অথচ কোনো বিচার নেই। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক যেন ছাড় না পায়। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

সমাবেশে বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি

ধর্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয় সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর