Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৬:৩৭

ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁও: খুন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে শহরের চৌরাস্তা মোড় কোর্ট চত্ত্বরের সামনে এই প্রতিবাদ করা হয়।

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের ব্যানারে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা এতে অংশ নেন। এ সময় তারা ‘খুন-ধর্ষণ-নিপীড়ন; রুখে দাঁড়াও জনগণ’, সহ বিভিন্ন স্লোগান দেন।

ঠাকুরগাঁওয়ে শিক্ষক মানিক কর্তৃক ছাত্রী ধর্ষণসহ সারাদেশে খুন,ধর্ষণ ও নিপীড়ন বেড়ে যাওয়ায় প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করেন।

সভা ও বিক্ষোভ মিছিল থেকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সারাবাংলা/এসআর

খুন ঠাকুরগাঁও ধর্ষণ ও নিপীড়ন প্রতিবাদ সভা বিক্ষোভ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর