Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধন হচ্ছে আইন
‘ধর্ষণ মামলার বিচারকাজ শেষ হবে ৯০ দিনে, মিলবে না জামিন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৬:৩৫

আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

ঢাকা: ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে এবং বিচারকাজ ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হতো। এজন্য মামলার কাজ শেষ হতে দেরি হতো। আমরা যে সংশোধনী আনব সেখানে বলব, তদন্তকারী কর্মকর্তা যাকে নির্দিষ্ট করা হয়েছে, তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না।’

তিনি বলেন, ‘ধর্ষণের মামলা তদন্তের সময়ও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল ৩০ দিন, সেটা আমরা এখন ১৫ দিন করে দিচ্ছি। বিচারের সময়ও আমরা অর্ধেক করে দিচ্ছি। ধর্ষণের মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে।’

‘বিচার ৯০ দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বর্তমান আইনে রয়েছে ১৮০ দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত। সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না’- যোগ করেন ড. আসিফ নজরুল।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আইন উপদেষ্টা জামিন ড. আসিফ নজরুল ধর্ষণ মামলা বিচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর