চট্টগ্রামে আড়ত-দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
৯ মার্চ ২০২৫ ১৭:২৫ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৭:৩৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০টির বেশি আড়ত ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
রোববার (৯ মার্চ) বিকেল তিনটার দিকে নগরীর বায়েজিদ থানার আতুরার ডিপো আমিন জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা একজন অপারেটর সারাবাংলাকে জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি, কালুরঘাট ও আগ্রাবাদ স্টেশনের মোট ছয়টি ইউনিট। টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষতির পরিমাণ বিস্তারিত বলা যাবে।
সারাবাংলা/আইসি/এসআর
অগ্নিকাণ্ড আড়ত-দোকানে আগুন চট্টগ্রাম ফায়ার সার্ভিস সারাবাংলা