Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পুলিশের পোশাকসহ ভুয়া এসআই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৮:০৮

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করায় জাকারিয়া সরকার (৩০) নামে এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে নারুলী এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি গাইবান্ধার জেলার পলাশবাড়ি এলাকায়।

পুলিশ জানায়, আটক জাকারিয়া শহরের নারুলী পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত পরিচয় দিয়ে নারুলী উত্তরপাড়া এলাকায় ভাড়া থাকতেন। সে দীর্ঘদিন ধরে নারুলীসহ শহরের বিভিন্ন স্থানে পুলিশের নামে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিলেন। বিষয়টি পুলিশের নজরে আসলে তদন্ত করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের বুটসহ পুরো ইউনিফর্ম পাওয়া গেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।

সারবাংলা/এসআর

চাঁদাবাজি বগুড়া ভুয়া এসআই আটক সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর