কাহালুতে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর
৯ মার্চ ২০২৫ ১৮:১৮ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৯:২৩
বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকচাপায় বুলবুলি আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুরে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলবুলি আক্তার উপজেলার নরহট্ট ইউনিয়নের শিলকওর এলাকার আব্দুল হাকিমের স্ত্রী।
পুলিশ জানায়, দুপুরে বুলবুলি স্থানীয় বিবিরপুকুর বাজারে আসেন। সেখানে রাস্তা পারাপারের সময় নওগাঁ থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর
ট্রাকচাপা নিহত প্রাণ গেল গৃহবধূর বগুড়া সড়ক দুর্ঘটনা সারাবাংলা