Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি’র বাসা দখল: ক্ষমা চেয়ে ছাড়া পেলেন ‘সমন্বয়ক’ মিষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৯:২৪ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২০:১২

জেলা ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয় দেওয়া মারইয়াম মুকাদ্দাস মিষ্টি

টাঙ্গাইল: ‘সমন্বয়ক’ পরিচয়ে টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বাসা দখল করে ‘পাগলের আশ্রম’ (মানসিক ভারসাম্যহীন রোগীদের) আবাসনের চেষ্টা করায় মুচলেকায় ক্ষমা চেয়ে ছাড়া পেলেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি।

বাড়ি দখলের খবরে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনী যৌথ অভিযানে বাসাটি দখলমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

রোববার দুপুরে (৯ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন রুহুল আমিন শরিফ সাবেক এমপির বাসা দখলমুখ করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৮ মার্চ) রাতে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি মুচলেকা দেন।

মুচলেকায় তিনি বলেন, ‘আমি আইনি অধিকার ব্যতিরেকে অন্যের ব্যক্তিগত বাড়িতে মানসিক ভারসাম্যহীন ১৭ জন নারী-পুরুষকে আবাসনের চেষ্টা করে অপরাধ করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার পোস্টের কারণে ক্ষেত্র বিশেষে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তার দায় আমার ওপর বর্তায়। আমি আমার নেতিবাচক ও বেআইনি কৃতকর্মের জন্য মানবিক বিবেচনায় ক্ষমাপ্রার্থী।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে সামাজিক অস্থিরতা তৈরি হয় এমন ফেসবুক পোস্ট করা এবং ব্যক্তিগত বা সরকারি সম্পদ দখল ও ভাঙচুর করাসহ অন্য কোনো প্রকার অপরাধে লিপ্ত হব না। প্রদত্ত মুচলেকা ভঙ্গ করলে প্রচলিত আইনে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে তার বিপরীতে আমার কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না ‘

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ জানান, মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক নারী সাবেক সংসদ সদস্যের বাসাটি অবৈধভাবে দখল করে মানসিক ভারসাম্যহীন ১৭ জন নারী-পুরুষকে আবাসনের চেষ্টা করে। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। বাড়িটি কয়েক ঘণ্টার মধ্যে অবৈধ দখলমুক্ত করা হয় এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের উদ্ধার করা হয়। তাদেরকে সরকারের ব্যবস্থাপনায় স্থায়ীভাবে পুনর্বাসনের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযুক্ত নারী এ ধরণের কর্মকাণ্ড করে অপরাধ করেছেন মর্মে মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা দেন। মুচলেকায় তার স্বামীসহ মোট ৫ জন সাক্ষী সই করেন। বিশ্ব নারী দিবস ও আত্মশুদ্ধির মাস রমজান বিবেচনায় ভুল শুধরে নেওয়ার একটি সুযোগ দিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট করলে এবং সরকারি বা বেসরকারি সম্পদ ভাঙচুর বা দখলসহ অন্য কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে আইনগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, জেলার বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন। তারা মিষ্টির কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই বলে বিবৃতি দেন। পাশাপাশি তারা চাঁদাবাজি ও অবৈধ দখলের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। এলাকাবাসী জবরদখলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

শনিবার ৮ মার্চ সকালে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) ৬ তলা বিশিষ্ট একটি ভবন দখল করেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। জেলা ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি বাসার তালা ভেঙে ভারসাম্যহীন রোগীকে ওই বাসায় উঠান।

এরপর জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে নড়চড়ে বসে প্রশাসন। এদিন রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল পৌর শহরের ছোট কালিবাড়ীতে অবস্থিত ওই ভবনটি যৌথবাহিনীর অভিযানে দখলমুক্ত হয়।

সারাবাংলা/এসআর

ক্ষমা চেয়ে ছাড়া পেলেন মিষ্টি মুচলেকা সমন্বয়ক সাবেক এমপির বাসা দখল সারাবাংলা

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর