Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলা, আ.লীগের ১৬ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২০:১৫

ভোলা: ভোলায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন— কামাল হোসেন, সেলিম চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ, সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, সাবেক কমিশনার শাহে আলম, সাবেক কাউন্সিলার আতিকুর রহমান, আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার, আবুল কাশেম, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন, রুহুল আমিন কুট্রি, মোহাম্মদ খোকন গরানী, মোরশেদ আলম চান ও মো. জাকির হোসেন। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. খায়ের উদ্দিন সিকদার জানান, ২০১৯ সালের ৩ মার্চ ভোলা জেলা বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় ৬ বছর পর ২০২৪ সালের ২ ডিসেম্বর এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ২৬ জানুয়ারি আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশ ১৮ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিল মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন। বাকী ১৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান আসামি পক্ষের ওই আইনজীবী।

সারাবাংলা/এসআর

আ.লীগের ১৬ নেতাকর্মী কারাগারে জামিন নামঞ্জুর বিএনপি কার্যালয় ভাঙচুর ভাঙচুর মামলা ভোলা সারাবাংলা

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর