Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার থেকে নতুন সূচিতে চলবে ঢাকা-চট্টগ্রামের ১০ ট্রেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ২০:৪২ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২২:২৬

ট্রেন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলাসহ ১০টি আন্তঃনগর ট্রেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার (১০ মার্চ) থেকে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ এ সময়সূচি কার্যকরের সিদ্ধান্ত জানিয়েছে।

চট্টগ্রাম থেকে সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও কক্সবাজারের পথে মোট ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। নতুন সূচী অনুযায়ী, সুবর্ণ এক্সপ্রেসসহ পাঁচ আন্তঃনগর ট্রেনের চট্টগ্রাম থেকে যাত্রার সময় এগিয়ে আনা হয়েছে। আর সোনার বাংলাসহ পাঁচ আন্তনগর ট্রেনের যাত্রার সময় পিছিয়ে নির্ধারণ করা হয়েছে। তবে সুবর্ণ ও সোনার বাংলার ঢাকা থেকে ছাড়ার সূচিতে কোনো পরিবর্তন আসেনি।

বিজ্ঞাপন

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচলন কর্মকর্তা (সিওপিএস) মো. শহিদুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস সকাল সাড়ে ৭টার পরিবর্তে ৭টায় ছেড়ে যাবে। একই ট্রেনের ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে আগের নিয়মে বিকেল সাড়ে ৪টায় রওনা দেবে।

চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়বে বিকেল সোয়া ৫টায়। আগে সেটি সন্ধ্যা ৬টায় রওনা দিত। একই ট্রেন চাঁদপুর থেকে আগের নিয়মে ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।

জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে ছাড়বে বিকেল সাড়ে ৫টায়। জামালপুর থেকে ‘বিজয় এক্সপ্রেস’ চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে ৮টায়, আগে ছাড়ত ৮টা ১০ মিনিটে।

কক্সবাজার এক্সপ্রেস সোমবার (১০ মার্চ) থেকে দুপুর ১২টা ৪০ মিনিটের পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পর্যটক এক্সপ্রেস রাত সাড়ে ৮টার বদলে সন্ধ্যা পৌনে ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

বিজ্ঞাপন

যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে চারটি ট্রেনের। এর মধ্যে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস বিকেল সাড়ে তিনটার পরিবর্তে সোমবার থেকে ছাড়বে বিকেল ৪টায়।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস বিকেল পৌনে ৫টার পরিবর্তে বিকেল ৫টায় রওনা দেবে। তবে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে আগের নিয়মে সকাল ৭টায় রওনা দেবে।

ঢাকা থেকে টাঙ্গাইলের ভুঞাপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ বিকেল সাড়ে ৪টার পরিবর্তে বিকেল সোয়া ৫টায় ছাড়বে। ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসের যাত্রার সময় ৩০ মিনিট পিছিয়ে রাত ১১টা নির্ধারণ করা হয়েছে।

চট্টলা এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে দুপুর সোয়া ২টায়। আগে দুপুর পৌনে ২টায় রওনা দিত। তবে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার সূচি সকাল ৬টা বহাল আছে।

এছাড়া প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ১০টা ৩৫ মিনিটের বদলে ১০টা ২০ মিনিটে রওনা দেবে। সৈকত এক্সপ্রেস রাত সোয়া ৮টার বদলে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে রাত ৮টায়।

তবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘মহানগর গোধুলী’ আগের নিয়মে বেলা ৩টায়, ঢাকাগামী তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টা, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস বেলা সাড়ে ১২টায় এবং ঢাকাগামী তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টায় রওনা দেবে। সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ৫০ মিনিটে এবং উদয়ন এক্সপ্রেস রাত পৌনে ১০টায় ছাড়বে। ঢাকা থেকে চট্টগ্রামমুখী ‘মহানগর প্রভাতী’ আগের নিয়মে সকাল পৌনে ৮টায় ছাড়বে।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের ১ ডিসেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম ট্রেন নতুন সূচিতে চলবে ১০ ট্রেন সারাবাংলা

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর