Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের বিরুদ্ধে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ২১:৫০

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: সারাদেশে নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ শুরু হয়। এরপর ছাত্রী হলগুলো প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের ‘ তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া ‘, ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ‘এক দুইটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর, ‘ ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাসি চাই,’ স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘বর্তমানে দেশে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি ৮ বছরের ছোট শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের ধরে ফাঁসির শাস্তি কার্যকর করার দাবি জানাই। যদি সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে আমর ক্লাস, পরীক্ষা বর্জন করে জুলাইয়ের মতো আন্দোলনে নামতে বাধ্য হব।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন তাবাসসুম জ্যোতি বলেন, ‘আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে যে আইন রয়েছে তার সংস্কার চাই। ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আছিয়ার ঘটনা আমাদের কাছে লিটমাসের মতো। যদি আছিয়ার ধর্ষকের উপযুক্ত বিচার হয় তাহলে আমরা মনে করব এই দেশে নারীরা নিরাপদ।’

আরেক শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, ‘এই ইন্টেরিম সরকার আমাদের রক্তের ওপর দিয়ে এসেছে। কিন্তু এই সরকার নৈরাজ্য এবং নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারছে না। দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। এই সরকারকে সব ধর্ষণের ঘটনার বিচার করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআর/এসআর

চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি বিক্ষোভ সমাবেশ মশাল মিছিল শিক্ষার্থীদের বিক্ষোভ সারাবাংলা

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর