ধর্ষণের ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশনের নিন্দা
৯ মার্চ ২০২৫ ২২:২৫
ঢাকা: দেশজুড়ে নারী ও শিশুদের বিরুদ্ধে সাম্প্রতিক ভয়াবহ ধর্ষণের ঘটনাগুলোকে তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সে সঙ্গে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করেছে।
রোববার (৯ মার্চ) মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এক বিবৃতিতে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেছেন, “আমাদের বিচার ও সুরক্ষা ব্যবস্থা নারী ও শিশুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা একেবারেই অগ্রহণযোগ্য।”
তিনি আরও জোর দিয়ে বলেছেন, “ঘনিষ্ঠ আত্মীয়দের দ্বারা মেয়ে ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা, যাকে ‘ইনসেস্ট’ বলা হয়, তা একটি গুরুতর সমস্যা যা সমাজে উপেক্ষা করা হয়। বেশিরভাগ ভুক্তভোগী সামাজিক লজ্জা ও তথাকথিত পারিবারিক মর্যাদার কারণে মুখ খুলতে পারে না। কিন্তু আমরা যদি এ বিষয়ে আওয়াজ না তুলি, তাহলে অপরাধীরা নীরবতার সুযোগ নিয়ে বারবার এমন ঘৃণ্য অপরাধ চালিয়ে যাবে।”
শাহীন আনাম সমাজকে এই অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং নারী ও মেয়েদের জন্য একটি নিরাপদ ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এমজেএফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় শিশু কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেছে। এই কমিশনকে অবশ্যই অপরাধীদের ন্যায়বিচারের আওতায় আনতে, তদন্ত প্রক্রিয়া আরও কার্যকর করতে এবং শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করতে হবে। এমজেএফের মতে, শিশুরা বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে, অথচ কর্তৃপক্ষ তাদের দুর্দশার প্রতি উদাসীন।
সারাবাংলা/এফএন/এসআর
এমজেএফ নারী ও শিশু ধর্ষণ নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশন সারাবাংলা