Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী আলভীর পাশে নারায়ণগঞ্জের ডিসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ০০:১০

আলভীর চিকিৎসার জন্য আর্থিক সহয়তার চেক হস্তান্তর করেন ডিসি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: সারাদেশের মানবিক ডিসি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবার দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী হাকিমা আক্তার আলভীর পাশে দাঁড়ালেন।

জেলার সদর উপজেলার দেওভোগ এলাকার পানির ট্যাংক এলাকার মো. বাবু মিয়া ও রাশিদা বেগম দম্পতির কিশোরী কন্যা জন্মের পর থেকেই দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছে।

জানা গেছে, শেষ সম্বল জমিটুকু বিক্রি করে এবং আত্মীয়-স্বজনদের কাছে থেকে ঋণ নিয়ে ভারতের চেন্নাইয়ের বিখ্যাত শংকর নেত্রালয়ে আলভীর বাম চোখের অপারেশন করেছে দরিদ্র পরিবারটি। এ কারণে একাধিকবার পরিবারটিকে ভারতে যেতে হয়েছে। ভারতের চিকিৎসকরা দ্রুত ডান চোখের অপারেশনও করতে বলেছেন। নইলে বাম চোখের দৃষ্টিশক্তি ফের ক্ষতিগ্রস্ত হবে। এই অপারেশনের জন্য দরকার কমপক্ষে ১০ লাখ টাকা। কিন্তু গার্মেন্টস শ্রমিক বাবু মিয়ার পক্ষে মেয়ের চিকিৎসার জন্য এই টাকা যোগাড় করা অসম্ভব।

নিরুপায় হয়ে সম্প্রতি জেলা প্রশাসক বরাবর আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেছিলেন গৃহিণী রাশিদা ডাক্তার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম রোববার (৯ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে হাকিমা আক্তার আলভীর চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহয়তার চেক হস্তান্তর করেন।

এই সময় আলভী বলেন, ‘আমি বাম চোখ দিয়ে সামান্য দেখতে পাই। কিন্তু লেখা পড়তে পারি না। ফোনে সফটওয়ার দিয়ে বাসায় পড়ে পড়ে ষষ্ঠ শ্রেণিতে উঠেছি। ডান চোখের অপারেশন করতে পারলে স্বাভাবিক মানুষের ন্যায় দৃষ্টিশক্তি ফিরে পাব। তখন আমি পড়াশোনা চালিয়ে যেতে পারব।

আলভীর এই সামান্য দৃষ্টিশক্তি নিয়েও পড়াশোনার প্রচণ্ড আগ্রহের প্রশংসা করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এবং তার পাশে থাকার আশ্বাস দেন। এই সময় আলভীর চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল ব্যাক্তিদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

আলভী ডিসি দৃষ্টিপ্রতিবন্ধী নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর