Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষকদের ফাঁসির দাবিতে খুলনায় মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ মার্চ ২০২৫ ০৮:৩৮ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ০৯:৫৮

রোববার রাতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মশাল মিছিল করেন খুমেকের শিক্ষার্থীরা

খুলনা: মাগুরায় আট বছরের শিশু আছিয়াসহ সারা দেশের ধর্ষকদের ফাঁসির দাবিতে খুলনায় সম্মিলিত বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১১টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সামনে খুমেকের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি খুলনা মেডিকেল কলেজের হোস্টেল থেকে শুরু করে খুমেকের মেইন গেটের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন তোমার বোন, আছিয়া আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘২৪ এর বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

খুমেকের শিক্ষার্থী মিরাজ আল ইমরান এ নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন ইরতেজা, অর্ণ, মিরাজুল ইসলামসহ আরও অনেকেই।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ধর্ষকদের ফাঁসির দাবি মশাল মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর