Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের চৌগাছায় স্বামীর হাতে স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১২:৫৬ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৩:০৬

মরদেহ। প্রতীকী ছবি

যশোর: সতীনের ছেলের ভরণ পোষণ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) সকালে যশোর চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত স্ত্রীর নাম রেক্সোনা খাতুন (৩৫)। তার স্বামী রাকিব হোসেন। হত্যা ঘটনার পর থেকে স্বামী রাকিব পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল ইসলামের প্রথম স্ত্রী ঢাকায় থাকেন, তবে তাদের কন্যাসন্তান বাবার সঙ্গেই থাকতেন। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন, যা নিয়ে বর্তমান স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো।

সোমবার (১০ মার্চ) সকালে একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন তাকে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাকিবুল ইসলাম পাশে থাকা বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। আঘাতপ্রাপ্ত হয়ে রেক্সোনা খাতুনের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বর্তমানে মরদেহ বাড়ির উঠানে রয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন এবং রিপোর্ট প্রস্তুত করছেন।

ঘটনার পর থেকে আসামি রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছেন। পুলিশ হত্যার সঠিক কারণ উদঘাটন ও আসামিকে গ্রেফতারের জন্য তৎপর রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সারাবাংলা/এনজে

স্ত্রী স্বামী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর