ঢাকা: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
কোনো চাপে বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ড. এম আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয় আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি পিএস’র মাধ্যমে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’
পদত্যাগ করে বড় কোনো দায়িত্ব নিচ্ছেন কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়েও কিছু বলতে চাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘আমি পদত্যাগ করলেও কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকব।’
সূত্র জানায়, সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শ অনুযায়ী পদত্যাগ করেন আমিনুল ইসলাম। আর মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান অধ্যাপক এম আমিনুল ইসলাম। একইসঙ্গে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।