Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন ড. জিয়াউদ্দীন হায়দার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৮:০৬

ড. জিয়াউদ্দীন হায়দার

ঢাকা: ড. জিয়াউদ্দীন হায়দারকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য জানান।

ড. জিয়াউদ্দিন হায়দার একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি কম্বোডিয়া এবং লাও পিডিআর-এ স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা (এইচএনপি) গ্লোবাল প্র্যাকটিসের ক্লাস্টার লিডার। তিনি স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম পরিচালনা করেন এবং পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে কম্বোডিয়া সরকারকে সহায়তা করেন।

বিজ্ঞাপন

একজন সিনিয়র পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করে বিশ্বব্যাপী স্কেলিং আপ নিউট্রিশন আন্দোলনের সমর্থনে বিশ্ব ব্যাংকের জ্ঞান ও পরিচালনা এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ড. জিয়াউদ্দিন হায়দার।

বিশ্বব্যাংকে যোগদানের আগে তিনি বিশ্বের বিভিন্ন স্থানে একাধিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, হসপিটাল ফর সিক চিলড্রেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে কাজ করে শিক্ষাদান, গবেষণা, প্রকল্প পরিকল্পনা এবং বাস্তবায়নে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

সারাবাংলা/এজেড/এসআর

ড. জিয়াউদ্দীন হায়দার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর